২২ জানুয়ারী রবিবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় ও দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে বিরল উপজেলার ২নং ফরাক্কাবাদ ও ১২ নং রাজারামপুর ইউনিয়নের হত দরিদ্র শীতার্তদের নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিরল উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ১২ নং রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, ২ নং ফরাক্কাবাদ ইউপি চেয়ারম্যান এ বি এম রাশিদুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামিম আরা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লীশ্রী সংস্থার ভাইস চেয়ারপার্সন খুরশিদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মোঃ আব্দুস সামাদদুই ইউনিয়নের ইউপির সদস্যবৃন্দ, পল্লীশ্রী’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দুই ইউনিয়নে পর্যায়ক্রমে ৯০০ (নয়শত) কম্বল বিতরণ করা হয়। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে শীতার্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি এনজিও সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। পিকেএসএফ, পল্লীশ্রী’র মাধ্যমে হত-দরিদ্র, শীতার্ত নারী-পুরুষদের মাঝে প্রতিবারের মত শীতবস্ত্র বিতরণ করছে। এছাড়া তারা তৃণমূল পর্যায়ে অবহেলিত নারী-পুরুষদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।।