+8802589924917 | +8801511334466 pollisree@yahoo.com
সরকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে কমিউনিটি ভিত্তিক সংগঠনের (সিবিও) বার্ষিক সভা

সরকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে কমিউনিটি ভিত্তিক সংগঠনের (সিবিও) বার্ষিক সভা

  • Category: News
  • Date 01-06-2025

ইভেন্টের নামঃ  সরকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে কমিউনিটি ভিত্তিক সংগঠনের (সিবিও) বার্ষিক সভা
বাস্তবায়নের তারিখঃ ১৬.০৪.২০২৫ইং
স্থানঃ উপজেলা কৃষি হলরুম, সদর দিনাজপুর।
অংশগ্রহনকারীঃ কর্মএলাকার ১১টি ইউনিয়ন-এর সদস্যবৃন্দ


সরকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে কমিউনিটি ভিত্তিক সংগঠনের এবং উপজেলা পরিষদে বার্ষিক সভার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বোরহান উদ্দিন সহকারী কমিশনার (ভ‚মি) ও দায়িত্ব প্রাপ্ত নির্বাহী অফিসার, সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম রেজা, ম্যানেজার ইকোনোমিক ইম্পাওয়ারমেন্ট এন্ড লাভলীহুড সন্মানিত অতিথি হিসেবে ছিলেন কৃষি অফিসার ও সমাজ সেবা দপ্তরের কর্মকর্তা। এছাড়া উপস্থিত ছিলেন তৃনমূল পর্যায়ের নারী নেতাবৃন্দ।
প্রতিটি কর্মকর্তাগন তাদের দপ্তরের সেবাগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন ও মোবাইল নম্বর গুলো প্রদান করেন। সেই সাথে প্রতিটি ইউনিয়নে উক্ত দপ্তরের সহযোগী কর্মীগন কোথায় বসেন এবং কিভাবে তাদের সাথে যোগাযোগ করবে সদস্যরা সেই বিষয়েও আলোচনা করেন। প্রধান অতিথি বলেন নারীরা ভ‚মি সংক্রান্ত বিষয় পরিবার থেকে বঞ্চিত হয় বেশির ভাগ। তাই নারীদের উদ্দেশ্যে তিনি বলেন কেউ যদি এ ধরনের সমস্যায় পড়েন তবে অবশ্যই ভ‚মি অফিসে যোগাযোগ করতে। এ ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন বলে প্রতিশ্রæতি দেন। পরিশেষে কর্মকর্তাগন পল্লীশ্রী সংগঠনকে এরকম একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।


Comments