পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় ও পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে ২-৪,মার্চ/২০২৫ইং তারিখ (৩ দিনব্যপী) দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে বিশেষ চক্ষু ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, গত ২৪ ফেব্রæয়ারি-২০২৫ইং তারিখে মাঠ পর্যায়ে বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বিশেষ চক্ষু ক্যাম্প আয়োজনের মাধ্যমে তৃনমূল পর্যায়ের ১০১ জন দরিদ্র অসহায় প্রবীন ব্যাক্তিদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের মাধ্যমে ছানি রোগী নির্বাচন সম্পন্ন করা হয়। পরবর্তীতে নির্বাচিত ১৫ জন রোগীর ব্যবস্থা পত্রের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়। রোগীদের ছানি অপারেশন ও ব্যবস্থাপত্র প্রদান করেন গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিষেশজ্ঞ সার্জন ডাঃ আশরাফুল খালেদ সাগর। অপারেশন পরবর্তী রোগীদের হাসপাতাল হতে ছাড় গ্রহনের সময় বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন ডাঃ ইলিয়াস আলী খান এডিন, গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল, দিনাজপুর ও সাধারন কমিটির সদস্য, পল্লীশ্রী এবং মোঃ শফিকুল আলম,ডিডি প্রশাসন,হাছানুজ্জামান খন্দকার একান্টউস অফিসার ও মোঃ হামিদুর রহমান, সিনিয়র আউট রিচ অরগাইনাজার,গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল দিনাজপুর। এ সময় উপস্থিত ছিলেন পল্লীশ্রী সংগঠনের নির্বাহী পরিচালক জনাব শামিম আরা বেগম, প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল,ইচআর শামীমা পপি। ক্যাম্প বাস্তবায়নে দায়িত্ব পালন করেন সমৃিদ্ধ কর্মসূচীর উপজেলা কর্মসূচী সমন্বয়কারী মোঃ রেজাউল করিম এবং স্বাস্থ্য কর্মকতা আদিবা শারমিন । ক্যাম্পটি পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করে গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল, দিনাজপুর।