অদ্য ১৯ নভেম্বর ২০২৪ ইং তারিখে পল্লীশ্রী প্রশিক্ষণ কক্ষে MF-CIB সিস্টেমে অর্ন্তভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠানে ব্যবহৃত সফটওয়্যার ও MF-CIB সফটওয়্যার এবং Data Structure তুলনামুলক পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মো: নূরে আলম মেহেদী- নির্বাহী পরিচালক, এমআরএ ও জনাব মো: সাহিদুল হাসান- যুগ্ম পরিচালক, এমআরএ। সভায় সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন শামিম আরা বেগম- নির্বাহী পরিচালক, পল্লীশ্রী। এসময় পল্লীশ্রীর ঋণ কর্মসূচীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তগন উপস্থিত ছিলেন।
All reactions:
55You, Md Aslam, Samsun Nahar Tamanna and 52 others