পল্লীশ্রী
বালুবাড়ি, দিনাজপুর
সামাজিক শিখন একটি জীবন ঘনিষ্ঠ প্রশিক্ষন কোর্স। এই কোর্সটিতে মানবাধিকার, জেন্ডার ও অধিকার বিষয়ক ধারনা এবং বাস্তবমুখী সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক শিখন কোর্সটি করা হয়। কোর্সটিতে কলেজ , ইউনির্ভাসিটির শিক্ষার্থী সহ অন্যান ইচ্ছুক,আগ্রহীরা অংশগ্রহন করে। ২০১৫ সাল থেকে সামাজিক শিখন কোর্সটি পল্লীশ্রী নিজস্ব রিসোর্স ও ব্যবস্থাপনায় বাস্তবায়ন করা হয়ে আসছে। কোর্স শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়। গত ২১-১০-২০২৪ হইতে ২৩-১০-২০২৪ তারিখ পযর্ন্ত হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেন্ডার ষ্ট্যাডিজ ডেভলপম্যান্ট বিভাগের ২৩ জন শিক্ষার্থী সামাজিক শিখন কোর্সটিতে অংশগ্রহন করে । তারা তাদের অনুভূতি প্রকাশ করে এভাবে- “আমাদের ইয়ুথদের জন্য সামাজিক শিখন কোর্সটিতে অংশগ্রহন করা অত্যন্ত জরুরী কারন একাডেমিক শিক্ষা ও বাস্তব র্চ্চার মধ্যে ভিন্নতা রয়েছে।নিজ উদ্যোগে নিজের আচরন পরিবর্তন করে বৈষম্য মুক্ত পরিবার, সমাজ তৈরি করা আমাদের সকলের প্রত্যয় হউক। সামাজিক শিখন কোর্সটিতে জেন্ডার ধারনায়নের বিষয়গুলো বাস্তবতার আলোকে আলোচনা,বিভিন্ন কেইস,ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে সম্পন্ন করা হয় ।