রেশমা,
ফুলবাড়ী, দিনাজপুর
০২ এপ্রিল ২০১৯ তারিখে রেশমার মৃত স্বামীর বড় ভা্ই নজরুল ইসলাম দলবল সহ দেয়াল টপকিয়ে বাড়ীতে প্রবেশ করে চোর ঢুকেছে বলে চিৎকার করে । বাড়ীর আঙ্গিনায় লোকজনের কোলাহল শুনেতে পেয়ে রেশমার মেয়ে (১৩) এবং ছেলে (১০) ঘুম থেকে জেগে উঠে আঙ্গিনায় বিদেশি গাভী চুরি হচ্ছে ভেবে বারান্দায় গ্রীল খুলে, তখন্ই নজরুলের নির্দেশে ২০/২৫ জন এসে রেশমার চুল ধরে আঙ্গিনায় গাছের সাথে বেধে তাকে মারধর করে এবং বাড়ীর দলিল নেওয়ার হুমকি দেন। ২০ এপ্রিল ২০১৯ই্ং তারিখে মামলা নং ০৪ জি আর ৮৬/১৯ জিডি নং ৬৩৯ ধারা ১৪৩/৩২৩/৩৪২/৩৪৫/৩৭৯/৫০৬ দন্ডবিধিতে মামলা করা হয়। মামলাটি এখন্ও সাক্ষির পর্যায় রয়েছে।